তোমাকে দেখার পর
আকেল হায়দার

তোমাকে দেখার পর
শরীরের গহীন থেকে জেগে উঠেছিলো
এক আশ্চর্য রাতকানা রাত।
প্রশস্ত দীর্ঘশ্বাসে কেঁপে কেঁপে উঠেছিলো
হৃদয়ের প্রশান্ত নদী।

তোমাকে দেখার পর
দু’কূল ভেঙে উপচে পড়েছিলো
উত্তুঙ্গ মাতাল ঢেউ।
সোনালি পালকের বাহুডোরে জন্ম নেয়া
কোজাগরী রাত বয়ে গেছে সমুদ্রে; নিরবধি।

তোমাকে দেখার পর
অপার বিস্ময়ে থমকে গিয়েছিলো পৃথিবীর সমস্ত ঘড়ি।
নিঃসীম মহাকাশে ছড়িয়ে গিয়েছিলো
এক অমিয় জোছনার দ্যুতি।

তোমাকে দেখার পর থেকে চেনা পথে
এলোমেলো হয়ে গেছে এক হতবিহ্বল পাখি।
নক্ষত্র সুরভীতে ছেয়ে গেছে তার রাতের কার্নিশ।
লাবণ্য ঋদ্ধ মুখ জুড়ে গেছে
গোধূলির মতো বুকের নিজস্ব জানালায়।

উষ্ণতার আবাহনে ফুলগুলো
সুর বেঁধে গেছে পরিচিত বৃক্ষশাঁখায়।
এভাবেই আকস্মিক একদিন বসন্ত হয়ে
তুমি যুক্ত হয়ে গেলে আমার জীবনধারায়
আর আমি ঋতুর সহযাত্রী হয়ে
প্রতিনিয়ত প্রদক্ষিণ করতে থাকি
স্নিগ্ধতা ভরা তোমার অসীম আকাশগঙ্গায়।

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop